ঢাকাবুধবার , ১ জুন ২০২২
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত কিশোরগঞ্জের পুলিশ সুপারের সাথে শুভেচ্ছা বিনিময়

প্রতিবেদক
Kolom 24
জুন ১, ২০২২ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়ায় কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) এর সাথে শুচ্ছেভা বিনিময় করেছে কিশোরগঞ্জ জেলা রিপোর্টার্স এসোসিয়েশন। বুধবার (১ জুন) বেলা ১২টার দিকে কিশোরগঞ্জ জেলা রিপোর্টার্স এসোসিয়েশন এর কার্যকরী কমিটির সভাপতি আলী রেজা সুমন ও সাধারণ সম্পাদক সাজন আহম্মেদ পাপন এর নেতৃত্বে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি উবায়েদ রনি, সহ-সভাপতি মো: হুমায়ুন কবীর, মো: আব্দুর রব, কোষাধ্যক্ষ মো: ফারুকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো: আল-আমীন, প্রচার সম্পাদক মো: কামরুজ্জামান রাসেল, মহিলা বিষয়ক সম্পাদক তাসলিমা আক্তার মিতু, কার্যকরী সদস্য মো: মনির হোসেন প্রমুখ।

উল্লেখ্য যে, মঙ্গলবার (৩১ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৪৩ জন কর্মকর্তা অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদোন্নতি পেয়েছেন।

কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. মাশরুকুর রহমান খালেদ কুড়িগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিভাগে এমএসসি ডিগ্রি লাভ করেন। ২০তম বিসিএস (পুলিশ) ক্যাডারে উত্তীর্ণ হয়ে তিনি গত ৩১/০৫/২০০১ তারিখে বাংলাদেশ পুলিশ বাহিনীতে এএসপি পদে যোগদান করেন। মো. মাশরুকুর রহমান খালেদ এর আগে ডিসি হিসেবে ডিবি, ডিএমপি ঢাকা এবং পুলিশ সুপার হিসেবে গাইবান্ধা জেলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। তিনি যুক্তরাষ্ট, চীন ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

Comments

comments