ঢাকাশনিবার , ২২ জুলাই ২০২৩
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

অপরাধ নির্মূলে সামাজিক সম্প্রীতি বড় ভূমিকা রাখে- অতিরিক্ত পুলিশ সুপার

প্রতিবেদক
Kolom 24
জুলাই ২২, ২০২৩ ৩:৩০ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ জুলাই) সকালে জেলা শহরের গাইটাল পশ্চিমপাড়া এলাকায় এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ আল আমিন হোসাইন।

সভায় বিশেষ অতিথি ছিলেন, কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ, পরিদর্শক (কমিউনিটি পুলিশিং) মোবারক হোসেন। সভায় সভাপতিত্ব করেন পৌর এলাকার ১,২ ও ৩ নং ওয়ার্ডের বিট অফিসার কিশোরগঞ্জ মডেল থানার উপপরিদর্শক মোঃ রুহুল আমিন।

এ সময় উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ডের কাউন্সিলর ইসমাইল হোসেন ইদু, জ্যেষ্ঠ সাংবাদিক আশরাফুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ ওমান খান প্রমুখ।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ আল আমিন হোসাইন প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমাদের সমাজে সম্প্রীতি একবারে কমে যাচ্ছে। আমাদের মধ্যে সম্প্রীতি বাড়াতে হবে। অপরাধ নির্মূলে সামাজিক সম্প্রীতি বড় ভূমিকা রাখে।

তিনি বলেন, মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহ, আত্মহত্যার প্রবণতা, সাইবার ক্রাইম, অনলাইন জুয়া, জাল নোটের বিস্তার, গবাদি পশু চুরি, সম্পত্তি সংক্রান্ত অপরাধ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা, সড়ক দুর্ঘটনা রোধকল্প আপনাদের ভূমিকা অনন্য। আপনারা পুলিশকে সহযোগিতা করুন। আপনারা সহযোগিতা করলে অপরাধ একবারে নির্মূল করা যাবে।

Comments

comments