ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২০
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

আইএসের হামলায় নিহত ১১

প্রতিবেদক
Kolom 24
নভেম্বর ৯, ২০২০ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ইরাকের রাজধানী বাগদাদের পশ্চিমাঞ্চলীয় আল-রাধওয়ানিয়া জেলার একটি সেনাচৌকিতে অজ্ঞাতনামা বন্দুকধারীদের হামলায় সেনাসদস্যসহ অন্তত ১১ জন প্রাণ হারিয়েছেন।

হামলায় গুরুতর আহত হয়েছেন আরও আটজন। এখন পর্যন্ত কেউ দায় স্বীকার না করলেও ইরাক সরকার এটি আইএস জঙ্গিদের হামলা বলে দাবি করছে। খবর ভয়েজ অব আমেরিকার।

রোববার (৮ নভেম্বর) গভীর রাতে চারটি গাড়িতে করে এসে হামলাকারীরা সেনাছাউনিতে গ্রেনেড ও স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

এর আগে রোববার সকালে ইরাকের সেনাবাহিনী দেশটির পাহাড়ঘেরা উত্তরাঞ্চলীয় সালাহউদ্দিন প্রদেশে আইএস জঙ্গি নির্মূলে চিরুনি অভিযান চালিয়েছিল। ওই দমন অভিযানের জবাবে ওই হামলা হয়ে থাকতে পারে বলে নিরাপত্তা বিশ্লেষকরা ধারণা করছেন।

২০১৪ সালে ইরাকে আইএসের উত্থান ঘটে। রাজধানী বাগদাদের উপকণ্ঠে কয়েকটি এলাকা, উত্তর এবং পশ্চিমাঞ্চলীয় কিছু বড় শহর সেই সময় তাদের দখলে চলে যায়।

২০১৭ সালে মার্কিন মিত্রবাহিনীর সহায়তায় আইএসকে পরাজিত করে ইরাকি সেনাবাহিনী।

Comments

comments