ঢাকারবিবার , ৪ অক্টোবর ২০২০
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদীতে বিবাহিত-অবিবাহিত দলের দাড়িয়াবান্ধা খেলা অনুষ্ঠিত

প্রতিবেদক
Kolom 24
অক্টোবর ৪, ২০২০ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের কটিয়াদীতে লোহাজুরী ইউনিয়নের চরকাউনিয়া যুব সমাজের উদ্দ্যোগে গ্রাম বাংলায় হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৩ অক্টোবর) বিকালে লোহাজুরী ইউনিয়নের চরকাউনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খেলার আয়োজন করা হয়।

এসময় লোহাজুরী ইউপি চেয়ারম্যান আতাহার উদ্দিন ভূইয়া রতনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক যুগান্তর সাংবাদিক অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর।

খেলা উদ্বোধন করেন লোহাজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মধ্যপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম বিএসসি। খেলা পরিচালনা করেন রোস্তম আলী রাজু। পৃষ্ঠপোষকতায় ছিলেন বিজিবি ক্রীড়াবিদ মো. আলমগীর।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন লোহাজুরী ইউপি সদস্য আ. ওয়াদুদ বাবুল, আওয়ামী লীগ নেতা মো. আ. খালেক, ফারুক মিয়া, আতাউর রহমান আবদুল্লাহ, আ. রহিম জোয়ারদার প্রমূখ।

সংবাদকর্মীদের মাঝে উপস্থিত ছিলেন এশিয়ান টিভির প্রতিনিধি মোবারক হোসেন, সিএনএন বাংলা টিভির প্রতিনিধি মাইনুল হক মেনু, দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি মাসুম পাঠান, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি ও কলম২৪ ডট কমের উপ-বার্তা সম্পাদক আতিকুর রহমান কাযিনসহ অন্যান্যরা।

খেলায় বিবাহিত দল অবিবাহিত দলকে ৬-৫ পয়েন্টে পরাজিত করে জয়লাভ করেন।

 

Comments

comments