কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা উপহার দুইটি অক্সিজেন কনসেনট্রেটর হস্তান্তর করেছেন কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান।
কিশোরগঞ্জ সিভিল সার্জনের কার্যালয় হইতে দুইটি অক্সিজেন কনসেনট্রেটর গ্রহণ করেন কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবযোগদানকৃত স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. নাজমুস সালেহীন।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আহসানুল হক মুকুল, উপ-পরিচালক ডা. মো. কামাল উদ্দিন, সহকারী পরিচালক ডা. অনুপম ভট্টাচার্য, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান, জেলা স্টোর কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা উপহার হিসেবে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ও দুইটি অক্সিজেন কনসেনট্রেটর দিয়েছেন।
রোবাবার অক্সিজেন কনসেনট্রেটর দুটি কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবযোগদানকৃত স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. নাজমুস সালেহীনের নিকট হস্তান্তর করা হয়েছে। কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. নাজমুস সালেহীন বলেন, রোবাবর কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের নিকট হইতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা উপহার দুইটি অক্সিজেন কনসেনট্রেটর গ্রহণ করা হয়েছে। এতে কটিয়াদী উপজেলাবাসী অনেকটা উপকৃত হইবে। তিনি কটিয়াদীবাসী পক্ষ হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
Comments
comments