কিশোরগঞ্জ অগ্নিকাণ্ডে একটি গ্যারেজ থাকা ৩৮টি অটো রিকশা ও মিশুক পুড়ে গেছে। বৃহস্পতিবার (১৫ জুন) ভোরে জেলা শহরের চরশোলাকিয়া বনানী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।
প্রত্যক্ষদর্শীরা জানান, আরজু মিয়ার গ্যারেজে ৩৮টি অটো রিকশা ও মিশুক রাখা ছিল। ভোরে আগুন দেখে আমরা আরজু মিয়াকে খবর দেই। আমাদের কাছে ফায়ার সার্ভিসের ফোন নাম্বার ছিল না। তাই আমরা ৯৯৯ এ ফোন দেই।
গ্যারেজটির মালিক আরজু মিয়া বলেন, আমি নিঃস্ব হয়ে গেলাম। গ্যারেজে থাকা ৩৮টি অটো রিকশা ও মিশুক মালিকও নিঃস্ব হয়ে গেছে। এখানে চার্জ দেয়া সকল অটোরিকশা ও মিশুক চালকদের পেটে খাবার কিভাবে আসবে? অটোরিকশা ও মিশুক চালিয়েই তারা জীবিকা নির্বাহ করতো।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবুজর গিফারী বলেন, ভোর ৫টার দিকে ৯৯৯ এর মাধ্যমে খবর পাই ওই অটো গ্যারেজে আগুন লেগেছে। এতো বড় একটি গ্যারেজে কোনো অগ্নি নির্বাপক ছিল না। আগুন লাগার আধাঘন্টা পরে গ্যারেজটির মালিক খবর পায়। ওই সময় গ্যারেজে কেউ ছিল না।
আবুজর গিফারী বলেন, গ্যারেজটি টিন শেডের। বৈদ্যুতিক শর্টসার্কিট হতে আগুন ধরে। আমাদের ৪ টি ইউনিট প্রায় ১ ঘন্টা ২০ মিনিট কাজ করে সম্পূর্ণ রূপে অগ্নি নির্বাপন করে। ধারণা করা হচ্ছে অটো রিকশা ও মিশুক পুড়ে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
Comments
comments