ঢাকামঙ্গলবার , ১০ নভেম্বর ২০২০
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুন

প্রতিবেদক
Kolom 24
নভেম্বর ১০, ২০২০ ৩:৩৫ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জে পূর্ব শত্রুতার জের এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে বিজয় (২২) নামে এক তরুন নিহত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিকালে নগুয়া প্রথম মোড় এলাকার রাস্তায় বিজয়কে ধারালো ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে প্রতিপক্ষরা। রাতে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত বিজয় জেলা শহরের নগুয়া প্রথম মোড়ের আব্দুর রহমানের ছেলে। তার গ্রামের বাড়ি নিকলী উপজেলায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জেলা শহরের আখড়াবাজার ও নগুয়া এলাকার দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবত আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছিল। প্রায়ই তাদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটতো। সে দ্বন্দ্বের রেশেই নগুয়া প্রথম মোড়ে পেয়ে বিল্লাল (২৫) নামে এক যুবক তার গ্রুপ নিয়ে বিজয়কে ছুরিকাঘাত করে। সোমবার বিকালে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় বিজয়কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বিজয়ের মৃত্যু হয়। এ ঘটনার পর দুই গ্রুপের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। রাতে আখড়াবাজার এলাকার কয়েকটি বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) আবু বকর সিদ্দিক জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে নাম প্রকাশ করা যাচ্ছে না।

Comments

comments