ঢাকাবৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা

প্রতিবেদক
Kolom 24
আগস্ট ২১, ২০২৫ ২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জে জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (যুগ্মসচিব) আ,ন,ম নাজিম উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন অভিজিৎ শর্ম্মা, অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) মো: তোফাজ্জল হোসেন। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত।

কর্মশালায় স্বাগত বক্তব্য দেন কিশোরগঞ্জের নিরাপদ খাদ্য অফিসার মোঃ আশরাফুল ইসলাম তালুকদার। নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের সিনিয়র কনসালটেন্ট মোঃ আইয়ুব হোসেন।

কর্মশালায় খাদ্য নিরাপদ রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনার পাশাপাশি মুক্ত আলোচনার মাধ্যমে অংশগ্রহনকারীদের বিভিন্ন পরামর্শ গ্রহণ করা ও সে বিষয়ে আলোচনা করা হয়। কর্মশালায় বিভিন্ন শ্রেণি পেশার প্রায় ৮০ জন অংশগ্রহণ করেন।

Comments

comments