কিশোরগঞ্জ পৌর ব্যাটারি চালিত ইজিবাইক মালিক সমবায় সমিতি লিঃ এর নবনির্বাচিত কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (০১ অক্টোবর) সন্ধ্যায় সমিতির পুরানথানা কার্যালয়ে সংগঠনটির সদস্যরা এ পরিচিতি সভার আয়োজন করে।
সভায় সম্মানিত অতিথি ছিলেন সংগঠনটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোঃ নুরুজ্জামান মামুন। সভায় সভাপতিত্ব করেন সমিতির প্রধান উপদেষ্টা মিজানুর রহমান।
এ সময় তিন বছর মেয়াদী ছয় সদস্য বিশিষ্ট নবগঠিত কার্যকরী কমিটির সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ তুহিন, কোষাধ্যক্ষ মোঃ মাজহারুল ইসলাম, সদস্য কাইয়ুম ও মোহাম্মদ আবু তালেবকে সমিতির সদস্যরা ফুল দিয়ে বরণ করে নেন।
উল্লেখ্য ২০১৯ সালে যানজট নিরসনকল্পে ইজিবাইক মালিকদের নিয়ে এ সমিতিটি গঠিত হয়। যা পরবর্তীতে সমবায় অধিদপ্তর থেকে কিশোরগঞ্জ পৌর ব্যাটারি চালিত ইজিবাইক মালিক সমবায় সমিতির নামে নিবন্ধন লাভ করে। বর্তমানে সমিতিতে ১৭৩ জন সদস্য রয়েছে।
Comments
comments