ঢাকারবিবার , ১০ আগস্ট ২০২৫
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে পিআর পদ্ধতিসহ ৩ দাবিতে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ মঙ্গলবার

প্রতিবেদক
Kolom 24
আগস্ট ১০, ২০২৫ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি, প্রয়োজনীয় রাস্ট্র সংস্কার ও জুলাই আন্দোলনে গণ হত্যার বিচার দাবিতে গণ সমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখা।

গণ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

আগামী মঙ্গলবার (১২ আগস্ট) বিকালে জেলা শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ গণ সমাবেশ অনুষ্ঠিত হবে।

রোববার (১০ আগষ্ট) সন্ধ্যায় দলটির জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব কথা জানান জেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মৌলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার।

এসময় উপস্থিত ছিলেন জেলা কমিটির উপদেষ্টা মাওলানা প্রফেসর আজিজুর রহমান জার্মানি, সহ-সভাপতি রুকন উদ্দিদ, মাও: এ.বি এমদাদুল্লাহ, সেক্রেটারি মাওলানা নোমান আহমাদ, জয়েন্ট সেক্রেটারি মাওলানা প্রভাষক মোস্তফা কামাল, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক হাফেজ আব্দুল আউয়াল, দফতর সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ হাদিউল ইসলাম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মুফতি মাহমুদুর রহমান মাহমুদ, ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ সাদেকুল ইসলাম, সহ প্রচার ও দাওয়াহ সম্পাদক মুফতি আবু হানিফ, সদস্য মাওলানা আব্দুস সাত্তার, জেলা ইসলামী যুব আন্দোলনের সহ-সভাপতি মুহাম্মাদ এমদাদুল ইসলাম, জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি তানভীর আহাদ। গণ সমাবেশে দলটির লক্ষাধিক নেতা-কর্মী উপস্থিত থাকবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

Comments

comments