কিশোরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদকপ্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা হয়েছে। রোববার (২৮ মে) রাতে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, সিভিল সার্জন সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার আসাদুল্লাহ। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ টি এম ফরহাদ চৌধুরী।
সভা শেষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় জয়ী ২১ জনের মধ্যে পুরুষ্কার বিতরণ করা হয়। পরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
Comments
comments