কিশোরগঞ্জে বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮আগষ্ট) দুপুরে পুলিশ লাইন্স ড্রিল শেডে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
চিত্রাংকন প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা পুনাকের সভানেত্রী জেসমিন আফরোজ। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ। প্রতিযোগিতায় বিশেষ অতিথি ছিলেন, পুনাকের সহ-সভানেত্রী তাসলিমা সুলতানা সেতু, রোজলিন শহীদ চৌধুরী, সাদিয়া আক্তার, পিংকি সূত্রধর, সঙ্গীতা ঘোষ ও পুনাকের সাধারণ সম্পাদক অর্পিতা বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রইম এন্ড অবস) মোহাম্মদ আল আমিন হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মনতোষ বিশ্বাস, পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শফিকুল ইসলাম ও পুলিশ লাইনস প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফজলু রহমান।
পুলিশ লাইনস প্রাথমিক বিদ্যালয় ও পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক, খ, গ, ঘ চারটি গ্রুপে বিভক্ত হয়ে মোট ১০৫ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে দ্বিতীয় শ্রেণির তাসকিন ১ম, তৃতীয় শ্রেণির ছাত্র লিমন ২য় ও তৃতীয় শ্রেণির ছাত্রী সুজানা ৩য় পুরষ্কার পায়। ‘খ’ গ্রুপে চতুর্থ শ্রেণির ছাত্রী ফাহমিদা হক তায়্যিবা ১ম, পঞ্চম শ্রেণির ছাত্র মো: সাইফ ২য় ও পঞ্চম শ্রেণির ছাত্র মো: আবির ৩য় পুরষ্কার পায়। ‘গ’ গ্রুপে ষষ্ঠ শ্রেণির ছাত্রী লাবণী আক্তার ১ম পুরষ্কার, ষষ্ঠ শ্রেণির ছাত্রী শ্রাবণী আক্তার আশা ২য় পুরষ্কার, সপ্তম শ্রেণির ছাত্র নির্ময় ৩য় পুরষ্কার পায়। ‘ঘ’ গ্রুপে দশম শ্রেণির ছাত্রী অনন্যা ইসলাম লিলি ১ম পুরষ্কার, দশম শ্রেণির ছাত্রী সাদিয়া সুলতানা সেতু ২য় পুরষ্কার, দশম শ্রেণির ছাত্রী ইয়াসমিন সুলতানা এলি ৩য় পুরষ্কার পায়। পরে অতিথিরা প্রতিযোগিতায় জয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন।
Comments
comments