কিশোরগঞ্জে ট্যাবলয়েড পত্রিকা মানবজমিনের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরের স্টেশন রোডের হোটেল শেরাটনের মিলনায়তনে কেক কেটে আলোচনা সভার সূচনা করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা: জাকিয়া নূর লিপি। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ পারভেজ মিয়া। সম্মানিত অতিথি ছিলেন সিনিয়র আইনজীবী ভূপেন্দ্র চন্দ্র ভৌমিক দোলন, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বাদল রহমান, জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মু.আ লতিফ, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি। এতে সভাপতিত্ব করেন মানবজমিন পাঠক ফোরামের সভাপতি আব্দুর রহমান রুমি। সঞ্চালনায় ছিলেন মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম।
বক্তারা মানবজমিন পত্রিকার সাফল্য কামনা করে বলেন, মানবজমিন সময়ের সাহসী দৈনিক। প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী এই পত্রিকার আদর্শিক কণ্ঠস্বর। অনেক চড়াই-উৎড়াই শেষে রজতজয়ন্তী বর্ষ পালন করছে পত্রিকাটি। সামাজিক ও রাষ্ট্রীয় দায়বদ্ধতার আলোকে সবসময় দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সাজানো হয় পত্রিকার প্রতিটি পাতা। ঘটনা এবং ঘটনার পেছনের সংবাদ তুলে ধরতে জুড়ি নেই মানবজমিনের।
Comments
comments