কিশোরগঞ্জে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০২ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসডিএফ প্রধান কার্যালয়ের পরিচালক (অপারেশন) গোলাম ফারুখ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাক সরকার ও এসডিএফ ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক সাইফুল ইসলাম।
সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আরএমআইসিবিওয়াইইজিএ তানজিনা আলমের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মোস্তফা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালকা কামরুজ্জামান খান, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ, সাংবাদিক আশরাফুল ইসলাম, সাংবাদিক মাজহার মান্না, সাংবাদিক সাজন আহম্মেদ পাপন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কিশোরগঞ্জের জেলা ব্যবস্থাপক গোলাম মোস্তফা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, প্রযুক্তিকে ব্যবহার করে মধ্যম আয়ের দেশে পরিণত করা ডিজিটাল বাংলাদেশ হবে সবার জন্য। ইতিমধ্যে জাতিসংঘ আমাদের স্বীকৃতি দিয়েছে মধ্যম আয়ের দেশ হিসেবে। মানুষের অর্থনৈতিক মুক্তি এনে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থনৈতিক পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করতেই এসডিএফের মত সংগঠনগুলো করা হয়।
তিনি বলেন, জিডিপিকে ডাবল ডিজিটে নিয়ে যেতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার। ফাঁপা বেলুনের মতো টেকসই উন্নয়ন না হয় সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।
সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আর.এম মনিটরিং এন্ড এমআইএস শেখ নাঈমুর রহমান পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রকল্প সম্পর্কে উপস্থাপন করেন।
Comments
comments