কিশোরগঞ্জে মাদক, ইভটিজিং, সন্ত্রাস, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধের লক্ষ্য নিয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে পৌরসভার ২নং ওয়ার্ডের গাইটাল জনতা রোডের এলাকাবাসী ও পুলিশ এ সভার আয়োজন করে।
গাইটাল এলাকার সমাজসেবক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
সভায় বক্তব্য দেন পৌর কর্মচারী সংসদ কিশোরগঞ্জ পৌরসভার সভাপতি মো: আনোয়ার হোসেন, জনতা ব্যাংকের সিবিএ সভাপতি মো: সিরাজ উদ্দিন, বিআরডিবি কিশোরগঞ্জ সদর উপজেলার সহ-সভাপতি মো: হুমায়ুন কবীর, সমাজসেবক আসাদুজ্জামান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাছির উদ্দিন রিপন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদ, বিশিষ্ট সমাজসেবক আবু বাক্কার মাষ্টার, মো: ইকবাল, বিআরডিবির সদস্য মো: রুবেল মিয়া প্রমুখ।
সভায় বক্তারা পৌরসভার ২নং ওয়ার্ডের গাইটাল জনতা রোডে মাদক, চুরি, সন্ত্রাস, ছিনতাইয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করার জন্য পুলিশ প্রশাসনকে জোরালো ভুমিকা রাখার আহ্বান জানান।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, পুলিশের অবস্থান সর্বদায় ভালোর সাথে, আলোর পথে। ইভটিজিং, বাল্যবিবাহ রোধ, মাদক, জুয়া প্রতিরোধে যে কোন সময় পুলিশের শরণাপন্ন হোন।
Comments
comments