মুজিববর্ষে কিশোরগঞ্জের সদর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার লক্ষ্যে উপজেলা যৌথ কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলনে কক্ষে এ বিশেষ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আলী সিদ্দিকী।
বক্তব্য দেন, ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মাছুমা আক্তার, সদর উপজেলা প্রকোশলী মুহাম্মদ মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা ভূপাল নন্দী, মহিনন্দ ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, কর্শা কড়িয়াল ইউপি চেয়ারম্যান বদরুদ্দীন প্রমুখ। এ সময় উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য, বিভাগীয় কমকর্তাগণ, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আলী সিদ্দিকী বলেন, মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় কিশোরগঞ্জ সদর উপজেলায় তালিকা অনুযায়ী ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসন কার্যক্রম শতভাগ সম্পন্ন হওয়ায় এ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করা হয়েছে।
Comments
comments