মার্কিন ডলারের বিপরীতে তুরস্কের মুদ্রা লিরার ভয়াবহ দরপতনের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির অর্থমন্ত্রী বেরাত আলবায়রাক।
অবশ্য ‘স্বাস্থ্যজনিত কারণে’ পদত্যাগ করছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানে এই জামাতা।
নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রবিবার এক পোস্টে আলবায়রাক বলেন, ‘প্রায় পাঁচ বছর দায়িত্ব পালনের পর স্বাস্থ্যজনিত কারণে আমি (অর্থমন্ত্রী হিসেবে) আমার দায়িত্ব চালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
নিজের পরিবারে আরও সময় দেবেন জানিয়ে তিনি বলেন, তার রাজনৈতিক জীবনের কারণে তারা (পরিবার) অনেকটা অবহেলিত।
আলবায়রাকের পদত্যাগের বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন।
আলজাজিরা জানায়, প্রেসিডেন্ট এরদোয়ানের বড় মেয়ে ইসরাকে বিয়ে করেন আলবায়রাক। তিনি ২০১৮ সালে অর্থমন্ত্রী হওয়ার আগে ২০১৫ সাল থেকে জ্বালানিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
এদিকে আলবায়রাকের পদত্যাগপত্র প্রেসিডেন্ট গ্রহণ করবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। দাপ্তরিকভাবে এ বিষয়ে এখনো কিছু জানাননি তুর্কি কর্মকর্তারা।
এরদোয়ান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মুরাত উইসালকে বরখাস্ত করার পরদিনই পদত্যাগের ঘোষণা দিলেন অর্থমন্ত্রী।
চলতি বছরের শুরু থেকে মার্কিন ডলারের বিপরীতে তুর্কি লিরার ৩০ শতাংশ দরপতন হওয়ায় দায়িত্ব গ্রহণের ১৬ মাসের মাথায় কেন্দ্রীয় ব্যাংক গভর্নরকে সরিয়ে দেওয়া হলো। তার স্থলাভিষিক্ত হয়েছেন সাবেক অর্থমন্ত্রী নাসি আগবাল।
Comments
comments