ঢাকারবিবার , ১৯ ডিসেম্বর ২০২১
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

দেশে করোনায় মৃত্যু কমেছে

প্রতিবেদক
Kolom 24
ডিসেম্বর ১৯, ২০২১ ১০:৫২ অপরাহ্ণ
Link Copied!

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছে একজন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৪৮ জনে। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২১১ জনের। এর আগে শনিবার (১৮ ডিসেম্বর) করোনায় মারা গেছে ৪ জন এবং শনাক্ত হয়েছে ১২২ জনের।

করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার (১৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮১ হাজার ৮৩ জনে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৫ হাজার ৫৭১ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১ দশমিক ২২ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ০৩ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৫ শতাংশ। মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।

মারা যাওয়া একজন ঢাকা বিভাগের। অন্যান্য বিভাগে কারও মৃত্যু হয়নি।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজন রোগীর মৃত্যু হয়।

Comments

comments