স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে দিনাজপুরের নবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগ ও এর অংগ সংগঠনের আয়োজনে রবিবার দুপুরে মুক্ত মঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে তা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় মুক্ত মঞ্চে মিলিত হয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমির হোসেন, যুগ্ম সাঃ সম্পাদক জিয়াউর রহমান মানিক, ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান সবুজ, যুবলীগের আহবায়ক দিলিপ কুমার, স্বেচ্ছাসেবক লীগের সবুজ প্রমূখ বক্তব্য রাখেন। বক্তারা জাতির পিতার ভাস্কর্য ভেঙ্গে ফেলার তীব্র নিন্দা জ্ঞাপন সহ সংশ্লিষ্ট অপরাধীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।
Comments
comments