জাতীয় সমবায় পুরস্কার-২০১৯ পেয়েছে বাংলাদেশ পুলিশ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (পলওয়েল)।
শনিবার (৭ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪৯তম জাতীয় সমবায় দিবস-২০২০ এবং জাতীয় সমবায় পুরস্কার-২০১৯ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ পুরস্কার ঘোষণা করেন।
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ও পলওয়েল এর চেয়ারম্যান ড. বেনজীর আহমেদ এ পুরস্কার গ্রহণ করেন।
অনুষ্ঠানে পলওয়েলের ম্যানেজিং ডিরেক্টর ও র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন উপস্থিত ছিলেন।
এ সময় পুরস্কার হিসেবে একটি স্বর্ণপদক এবং সম্মাননা পত্র প্রদান করা হয়।
Comments
comments