জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে বিরোধীতা ও অবমাননার প্রতিবাদে সিরাজগঞ্জের কাজিপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা’র সন্তানবৃন্দ।
রোববার ৬ ডিসেম্বর বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা’র সন্তানবৃন্দ, উপজেলা যুবলীগ এবং ছাত্রলীগ পৌরসভা এলাকায় মিছিল সহযোগে বিক্ষোভ প্রদর্শন করে।
মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গনে প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা হিসেবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী ভাস্কর্য অবমাননা, নির্মাণে বিরোধীতার নামে বিএনপি জামায়াতের মদতপুষ্ট উগ্ৰ মৌলবাদ ধর্মান্ধদের দারা জনমনে বিভ্রান্তি ছড়ানোর তীব্র নিন্দা জানান। এছাড়াও কুষ্টিয়ায় ভাস্কর্য অবমাননাকারীদের অনতিবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানায়।
মুক্তিযোদ্ধা’র সন্তানবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মনজুরুল ইসলাম সিবন চাকলাদার, সরোয়ারদী হোসেন, গোলাম কিবরিয়া খান, আসাদ শেখ, সুমন, বাহারুল ইসলাম, ইমাম গাজ্জালী, আনোয়ার হোসেন, মাসুদ রানা, মাসুম বিল্লাহ, কাউছার আহমেদ, প্রমূখ।
যুবলীগ এবং ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিক্ষোভ কর্মসূচি পালনে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি শওকত হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান তালুকদার। কৃষক লীগ সহ-সভাপতি আতিকুর রহমান মুকুল, উপজেলা যুবলীগ সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম। উপজেলা ছাত্রলীগ সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
Comments
comments