ঢাকাশনিবার , ২৩ জুলাই ২০২২
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ভৈরবে হাসপাতাল ও ফার্মেসিতে ভোক্তা অধিকারের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
Kolom 24
জুলাই ২৩, ২০২২ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের ভৈরবে হাসপাতাল ও ফার্মেসিতে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর কিশোরগঞ্জ অভিযান পরিচালনা করে ৭০ হাজার টাকা জরিমানা করেছে। শনিবার (২৩ জুলাই) ভৈরব উপজেলার কমলাপুর ঈদগাহ রোডে তদারকিমূলক এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার অধিদপ্তর কিশোরগঞ্জ সূত্রে জানা যায়, ডায়াগনস্টিক সেন্টারগুলোতে আসা রোগী বা সেবা গ্রহণকারীরা সঠিক সেবা পাচ্ছে কিনা তা তদারকি করতে এ অভিযান। ফার্মেসিগুলোকেও তদারকির আওতায় আনা হয়। এ সময় ট্রমা মেডিসিন কর্নারে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অগ্নি নির্বাপক যন্ত্র রাখার কারণে ১০ হাজার টাকা, সাঈদ-ইউসুফ মেমোরিয়াল হসপিটালে রোগ নির্ণয় পরীক্ষা করার ফি বাড়িয়ে নেওয়ায় ২০ হাজার, আল মাহিন ফার্মেসিতে ফিজিশিয়ান স্যাম্পল এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেলে ১০ হাজার টাকা, পদ্মা জেনারেল হসপিটালে বিভিন্ন রোগ নির্ণয় পরীক্ষার মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ও ইনসুলিন পাওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা পুলিশের সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর কিশোরগঞ্জের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক এ অভিযানের নেতৃত্ব দেন।

Comments

comments