ঢাকামঙ্গলবার , ১০ নভেম্বর ২০২০
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমকে গোপনে বদলি

প্রতিবেদক
Kolom 24
নভেম্বর ১০, ২০২০ ৯:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

ক্যাসিনো, অবৈধ মজুতদার সহ প্রভাবশালীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে সারাদেশের মানুষের কাছে সুপার হিরো প্রশংসা কুড়ানো র‍্যাপিট অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমকে বদলি করা হয়েছে। র‍্যাব থেকে তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে বদলির আদেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

র‍্যাব সূত্রে জানা যায়, সোমবার (০৯ অক্টোবর) জনপ্রশাসান মন্ত্রণালয়ের উপ-সচিব আলিয়া মেহের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়। তবে অন্যান্য বদলির আদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েব সাইটে দেয়া হলেও এটি দেয়া হয়নি।

উল্লেখ্য, সারোয়ার আলম ২০১৫ সাল থেকে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত আছেন। তিনি দুর্নীতি বিরোধী শুদ্ধি অভিযানের সময় সাহসী ভূমিকা রাখেন। ক্যাসিনোতে অভিযান চালিয়ে সারাদেশের মানুষের কাছে সুপার হিরো বনে গিয়েছিলেন তিনি। কিছুদিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হলে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে তার সুস্থতা কামনা করে মানুষজন প্রচুর পোস্ট দিয়েছিল।

Comments

comments