ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। অ্যানফিল্ডে ওভার হ্যাম্পটনের বিপক্ষে ৪-০ গোলে জয় তুলে নিয়েছে ক্লোপের শিষ্যরা।
ম্যাচের শুরু থেকে দাপট নিয়ে লড়তে থাকে লিভারপুল। ২৪ মিনিটে সালাহ রেডদের প্রথম গোল এনে দেয়। এরপর আর গোল না হলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।
বিরতির পর আক্রমণের ধার বাড়ায় লিভারপুল। ৫৮ মিনিটে উইজনাল ডুম ব্যবধান দ্বিগুণ করেন । ৬৭ মিনিটে জোল মাতিপ প্রতিপক্ষের জালে আরও একবার বল জড়ায়। ৭৮ মিনিটে সেমেডোর ভুলে ওভারহ্যাম্পটনের জালে আত্মঘাতী গোল জড়ায়। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে ৪-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে চ্যাম্পিয়নরা।
Comments
comments