শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সাক্ষর নকল করে ধরা পড়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের পিয়ন মো. জুয়েল। এমন অপকর্মে জড়িত থাকার অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে কর্মস্থল থেকে।
জানা যায়, শুধু স্বাক্ষর জালিয়াতিই নয়, বদলি, ভর্তি, এমপিওসহ নানা অপকর্মের মাধ্যমে কোটি টাকা কামিয়েছে জুয়েল। গত কয়েকবছর ধরে মহাপরিচালকের পিয়ন হিসেবে কাজ করছে সে। এই সুযোগে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত সরকারি কলেজ ও স্কুল শিক্ষকদের অনেককেই নানাভাবে সুবিধা দেওয়ার নাম করে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা।
উপমন্ত্রীর স্বাক্ষর জালিয়াতি করে সরকারি হাইস্কুলের শিক্ষক বদলির ঘটনায় জুয়েলসহ শিক্ষা ভবনের সংশ্লিষ্টদের ওপর ক্ষুব্ধ হয়েছেন উপমন্ত্রী। জুয়েলের যাবতীয় জালিয়াতির তদন্ত পুলিশ ব্যুরো অব ইনভিস্টেগেশনকে (পিবিআই) দেয়া হবে বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে মহাপরিচালক ড. সৈয়দ গোলাম ফারুক বলেন, ‘তার বিরুদ্ধে অভিযোগের পর নিয়ম অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত করা হচ্ছে। তদন্তে প্রমাণ হলে আরও ব্যবস্থা নেওয়া হবে’।
Comments
comments