ঢাকাসোমবার , ৩১ জুলাই ২০২৩
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক ফরিদ রায়হানের বাবা আর নেই

প্রতিবেদক
Kolom 24
জুলাই ৩১, ২০২৩ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

দৈনিক ‘আজকের পত্রিকা’ এর অষ্টগ্রাম প্রতিনিধি ফরিদ রায়হানের বাবা মোঃ ছায়েদ আলী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার (৩১ জুলাই) দুপুর সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি চার ছেলে, এক মেয়ে ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মোঃ ছায়েদ আলী কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের বীরগাঁও গ্রামের মৃত ছেলামত আলীর ছেলে। তিনি কৃষক ও খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার ও ঠিকাদারি পেশায় নিয়োজিত ছিলেন।

সাংবাদিক ফরিদ রায়হান তাঁর বাবার মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় আমার বাবা ইন্তেকাল করেছেন। আমি আমার বাবার আত্মার শান্তির জন্য দোয়া চাই।

ফরিদ রায়হানের বাবার মৃত্যুতে কিশোরগঞ্জ জেলা সম্মিলিত সাংবাদিক সমাজ ও কিশোরগঞ্জ জেলা রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। সংগঠন দুটির পক্ষ থেকে আহবায়ক ও সদস্য সচিব এবং সভাপতি ও সাধারণ সম্পাদক মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Comments

comments