কিশোরগঞ্জের হোসেনপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের আসামীদের ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে উপজেলার গলাচিপা বাজারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীর আয়োজন করে শাহেদল ইউনিয়নবাসী।
মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য দেন- নিহতদের পিতা শামসুল ইসলাম, ভাই হুমায়ুন কবীর, সালমান, বোন সামিরা আক্তার, প্রতিবেশী খোকন মিয়া ও সোহরাব উদ্দিন।
বক্তারা অভিযোগ করেন নিহতের পরিবারের অন্যান্য সদস্যরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভোগছেন। অবিলম্বে বাকী আসামীদের গ্রেফতারের দাবী জানান।
উল্লেখ্য যে, গত ১৩ জুলাই হোসেনপুর উপজেলার উত্তর কুড়িমারা গ্রামে জমিতে চারা গাছ রোপনকে কেন্দ্র করে চাচা আব্দুল কাদির ও স্বজনদের হাতে ভাতিজা মাহমুদুল হাসান আলমগীর ও ভাতিজি নাদিরা আক্তার নিহত হন।
নিহতদের পিতা শামসুল ইসলাম বাদী হয়ে ৭জনকে আসামী করে হোসেনপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ৭জন আসামীর মধ্যে ৪জনকে গ্রেপ্তার করেছে। আর প্রধান আসামি আদালতে আত্মসমর্পণ করেছে।
Comments
comments