কিশোরগঞ্জে অটোরিকশা ছিনিয়ে নিতে চালককে হত্যার মামলায় অভিযুক্ত মোঃ রাজন মিয়াকে (২৬) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব)। বুধবার (২০ ডিসেম্বর) বেলা ১১টা ১৫ মিনিটে নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার গাউছিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
গ্রেপ্তার রাজন মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের কোনামাটি যশোদল গ্রামের মোঃ আঃ কাদিরের ছেলে। নিহত রকিবুল হাসান বাবু যশোদল ইউনিয়নের কোনামাটি গ্রামের মো. শাহীনের ছেলে
বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লীডার মো. আশরাফুল কবির ‘আজকের পত্রিকা’কে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, একমাত্র প্রতিবন্ধী বোন, স্ত্রী, এক বছর বয়সী শিশুসন্তান আর পিতা-মাতাকে নিয়ে রকিবুল হাসান বাবুর সংসার। ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ঘুরতো সেই সংসারের চাকা। একমাত্র সম্বল এই অটোরিকশাটির কারণেই জীবন দিতে হয়েছে বাবুকে। অটোরিকশাটি ছিনিয়ে নিতে গত ১৮ আগস্ট রাতে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে বাবুকে তুলে নিয়ে গিয়ে যশোদল বানিয়াকান্দা মঞ্জিল মিয়ার বাড়ির পিছনে নরসুন্দা নদীর পশ্চিমপাড়ে ধারালো অস্ত্র দিয়ে গলা ও পা কেটে নৃশংসভাবে হত্যা করা হয়। নিখোঁজের তিন দিন পর গত ২১ আগস্ট সকালে বাবুর ছিন্নভিন্ন লাশ পাওয়া যায় নরসুন্দা নদীর কচুরিপানার নিচে।
কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লীডার মো. আশরাফুল কবির জানান, এ ঘটনায় গত ২২ আগস্ট নিহত বাবুর মা রুনা বেগম (৪০) বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে রাজন মিয়া গ্রেপ্তার এড়াতে ঘটনার পর পরই এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। বুধবার (২০ ডিসেম্বর) বেলা ১১টা ১৫ মিনিটের দিকে তথ্য প্রযুক্তির মাধ্যমে রাজনের অবস্থান নিশ্চিত করে র্যাব-১১ এর সহায়তায় র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেপ্তার করে। সন্ধ্যায় আসামি রাজনকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে রকিবুল হাসান বাবুর হত্যার ঘটনায় গত ২২ আগস্ট সন্দেহভাজন হিসেবে রবিউল আওয়াল নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। রবিউল আউয়াল যশোদল ইউনিয়নের কোনামাটি গ্রামের বকুলের ছেলে। তাঁর দেয়া তথ্য অনুযায়ী জেলা শহরের শোলাকিয়া গাছবাজার এলাকা থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটি ও নিহত বাবুর লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে রবিউল এ হত্যার ঘটনায় জড়িত রাজন মিয়াসহ অন্যান্যদের নাম প্রকাশ করে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, আসামি রাজন মিয়াকে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) আদালতে সোপর্দ করা হবে।
Comments
comments