অটো রিকশা ছিনিয়ে নিতে চালককে হত্যার মামলায় অভিযুক্ত গ্রেপ্তার – kolom24.com
Kolom 24
২০ ডিসেম্বর ২০২৩, ৯:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অটো রিকশা ছিনিয়ে নিতে চালককে হত্যার মামলায় অভিযুক্ত গ্রেপ্তার

কিশোরগঞ্জে অটোরিকশা ছিনিয়ে নিতে চালককে হত্যার মামলায় অভিযুক্ত মোঃ রাজন মিয়াকে (২৬) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র‍্যাব)। বুধবার (২০ ডিসেম্বর) বেলা ১১টা ১৫ মিনিটে নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার গাউছিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

গ্রেপ্তার রাজন মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের কোনামাটি যশোদল গ্রামের মোঃ আঃ কাদিরের ছেলে। নিহত রকিবুল হাসান বাবু যশোদল ইউনিয়নের কোনামাটি গ্রামের মো. শাহীনের ছেলে

বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লীডার মো. আশরাফুল কবির ‘আজকের পত্রিকা’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, একমাত্র প্রতিবন্ধী বোন, স্ত্রী, এক বছর বয়সী শিশুসন্তান আর পিতা-মাতাকে নিয়ে রকিবুল হাসান বাবুর সংসার। ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ঘুরতো সেই সংসারের চাকা। একমাত্র সম্বল এই অটোরিকশাটির কারণেই জীবন দিতে হয়েছে বাবুকে। অটোরিকশাটি ছিনিয়ে নিতে গত ১৮ আগস্ট রাতে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে বাবুকে তুলে নিয়ে গিয়ে যশোদল বানিয়াকান্দা মঞ্জিল মিয়ার বাড়ির পিছনে নরসুন্দা নদীর পশ্চিমপাড়ে ধারালো অস্ত্র দিয়ে গলা ও পা কেটে নৃশংসভাবে হত্যা করা হয়। নিখোঁজের তিন দিন পর গত ২১ আগস্ট সকালে বাবুর ছিন্নভিন্ন লাশ পাওয়া যায় নরসুন্দা নদীর কচুরিপানার নিচে।

কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লীডার মো. আশরাফুল কবির জানান, এ ঘটনায় গত ২২ আগস্ট নিহত বাবুর মা রুনা বেগম (৪০) বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে রাজন মিয়া গ্রেপ্তার এড়াতে ঘটনার পর পরই এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। বুধবার (২০ ডিসেম্বর) বেলা ১১টা ১৫ মিনিটের দিকে তথ্য প্রযুক্তির মাধ্যমে রাজনের অবস্থান নিশ্চিত করে র‍্যাব-১১ এর সহায়তায় র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেপ্তার করে। সন্ধ্যায় আসামি রাজনকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে রকিবুল হাসান বাবুর হত্যার ঘটনায় গত ২২ আগস্ট সন্দেহভাজন হিসেবে রবিউল আওয়াল নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। রবিউল আউয়াল যশোদল ইউনিয়নের কোনামাটি গ্রামের বকুলের ছেলে। তাঁর দেয়া তথ্য অনুযায়ী জেলা শহরের শোলাকিয়া গাছবাজার এলাকা থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটি ও নিহত বাবুর লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে রবিউল এ হত্যার ঘটনায় জড়িত রাজন মিয়াসহ অন্যান্যদের নাম প্রকাশ করে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, আসামি রাজন মিয়াকে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) আদালতে সোপর্দ করা হবে।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে পাগলা মসজিদ পরিচালনা নিয়ে বিশেষ সভা

ডিজিটাল মিডিয়া ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেলেন লিটু হাসান

সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ড পেলেন পূর্ণিমা

মিরপুরে রাসায়নিক গোডাউনে আগুন, নিহত বেড়ে ৯

কিশোরগঞ্জের সিটিল্যাব হাসপাতালে অবহেলায় নবজাতকের মৃত্যু, বিএনপি নেতাদের হস্তক্ষেপে দফারফা

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি খায়রুল, সম্পাদক জুয়েল

কিশোরগঞ্জে ১২ অক্টোবর থেকে শিশুকে টাইফয়েড জ্বরের টিকা দেয়া হবে, চলছে নিবন্ধন

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ছোট বোন আর নেই

জমি দখলের অভিযোগ মিথ্যা, তানভীর নিজেই তার জায়গা আমার নানুকে বুঝিয়ে দিয়েছেন- সংবাদ সম্মেলনে বিএনপি নেতা

১৪ বছর ধরে অনির্বাচিত কমিটি, অচল কিশোরগঞ্জের ক্রীড়াঙ্গন

১০

সৈয়দ নজরুল মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি সাকিব, সাধারণ সম্পাদক বিরুনী

১১

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগে বাবুর্চির মামলা, তদন্তে মেলেনি সত্যতা

১২

কিশোরগঞ্জে শেখ হাসিনার জন্মদিন পালন, ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক গ্রেপ্তার

১৩

ধর্ষণ মামলার আসামি ভৈরব সার্কেলের এএসপি, তদন্তে হস্তক্ষেপের অভিযোগ, স্বপদে বহাল

১৪

কিশোরগঞ্জে ৪৫ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার তিন

১৫

বাংলাদেশের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র শিবিরের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে- ড. আব্দুল লতিফ মাসুম

১৬

৯ বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন, সভাপতি শরীফুল আলম, সম্পাদক মাজহারুল ইসলাম

১৭

১ বছর আগে বলেছিলাম, অদৃশ্য শক্তি মাথাচাড়া দিচ্ছে, আজ দৃশ্যমান হচ্ছে: তারেক রহমান

১৮

বিএনপিকে যারা অত্যাচার করেছে তারাই শেষ হয়ে গেছে: মির্জা ফখরুল

১৯

ঢাকা বিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের গুণী শিক্ষক নির্বাচিত হলেন মর্জিনা আক্তার পুষ্প

২০