অবশেষে গুঞ্জনই সত্য হলো। ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজে রোহিত শর্মা নয়…, অধিনায়কত্ব করবেন লোকেশ রাহুল। রোহিতের ইনজুরির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেটা অবশ্য এক সিরিজের জন্যই।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুক্রবার (৩১ ডিসেম্বর) ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারত।
বিষয়টি শুক্রবার বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) জানিয়েছে। সহ-অধিনায়ক করা হয়েছে পেসার জাসপ্রিত বুমরাহকে।
এ বিষয়ে চেতন শর্মা বলেছেন, ‘যেহতু রাহুলের নেতৃত্ব দেওয়ার ভালো অভিজ্ঞতা আছে, তাই আমরা ওকে তিন ফরম্যাটে খেলার মতো দেখছি। আমাদের ভরসা আছে ওর ওপর।’
Comments
comments