ঢাকাবুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

অষ্টগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও সমাবেশ

প্রতিবেদক
Kolom 24
সেপ্টেম্বর ৩, ২০২৫ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের অষ্টগ্রামে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

অষ্টগ্রাম উপজেলা বিএনপির আয়োজনে বুধবার (৩ সেপ্টেম্বর) পুরাতন উপজেলা পরিষদ থেকে শুরু করে সদর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোর্ট বিল্ডিং জেলা পরিষদ ডাকবাংলোর সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে র‍্যালির আনুষ্ঠানিকতা শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, দেশ যখনি সংকটে পড়ে বাকশাল, স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদের কবলে পড়ে তখনি শহীদ জিয়ার হাতে গড়া দল বিএনপি ত্রানকর্তা হিসেবে জনগণের পাশে দাড়ায়। সুদীর্ঘ গণতান্ত্রিক আনদোলনের ধারাবাহিকতায় আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে জনগনের ব্যালটের মাধ্যমে দেশের প্রকৃত মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিয়ে তবেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘরে ফিরবে।

এ সময় সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহম্মেদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল, সাংগঠনিক সম্পাদক এস এম শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুল হক নজরুল, যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন, ছাত্রদলের সাবেক আহ্বায়ক এস এম জাভেদ, ছাত্রদলের আহ্বায়ক তিতুমীর হোসেন সোহেল ও সদস্য সচিব আল মাহমুদ মোস্তাকসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া র‍্যালিতে অষ্টগ্রাম উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

comments