ঢাকামঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

অ্যাডভোকেট জানুর নেতৃত্বে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদের কমিটি

প্রতিবেদক
Kolom 24
আগস্ট ৫, ২০২৫ ৮:১৯ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমাণ্ডের ১১ সদস্যের আহবায়ক কমিটি গঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৩১ জুলাই) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান এ কমিটির অনুমোদন দেন।

এতে আহবায়ক হয়েছেন সাবেক জেলা কমান্ডার অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম জানু, যুগ্ম-আহবায়ক হয়েছেন মিজানুর রহমান ও সদস্য সচিব হয়েছেন হাবিবুর রহমান। কমিটির ৮ জন সদস্য হলেন অ্যাডভোটে আইয়ুব বিন হায়দার, বাছির উদ্দিন ফারুকী, আবুল কালাম আজাদ, একে জামান, রফিকুল হক আফরোজ, আব্দুল বাতেন ভূঁইয়া, মো. গিয়াস উদ্দিন ও মো. কফিল উদ্দিন।

কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমাণ্ডের আহবায়ক অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম জানু বলেন, ৮ বছর পর কমিটি দেয়া হয়েছে। আমার ওপর অর্পিত দায়িত্ব যেন আমি পালন করতে পারি সেজন্য দোয়া চাই।

Comments

comments