ঢাকামঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

আইন সহায়তা ও বিভিন্ন সেবা সংযোগ উন্নয়নে নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
Kolom 24
আগস্ট ১৯, ২০২৫ ১০:২০ অপরাহ্ণ
Link Copied!

আইন সহায়তা ও বিভিন্ন সেবা সংযোগ উন্নয়নে নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) গার্মেন্টস শ্রমিকদের জন্য আইন সহায়তা ও বিভিন্ন সেবা সংযোগ উন্নয়নে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)-এর আওতাধীন লেবার রাইটস অ্যাপ (এলআরএ) প্রকল্পের আয়োজনে ঢাকা জুরাইন টাওয়ার বেল্লাপাস্তা রেস্টেুরেন্টে নেটওয়ার্কিং সভাটি অনুষ্ঠিত হয়।

ব্লাস্ট-এর সিনিয়র আউটরিচ অফিসার মো: আমানুল্লাহ-এর সঞ্চালনায় সভায় ব্র্যাক, সাজেদা ফাউন্ডেশন, পিএসটিসি, সুরভী, নারী মৈত্রী, নগর স্বাস্থ্য, সীমান্তিক, সূর্য্যেরহাসি, জাগরণী চক্র ফাউন্ডেশন ইত্যাদি এনজিও প্রতিনিধিগণ, ট্রেড ইউনিয়ন/ফেডারেশন প্রতিনিধি, আত্মনির্ভর দল, শ্রমিক প্রতিনিধিগণ এবং ব্লাস্ট-এর প্যারালিগ্যাল মো: আকতার হোসেন ও মো: নাসির মোল্লা উপস্থিত ছিলেন।

সভায় শ্রমিকদের জন্য ব্লাস্টের চলমান কার্যক্রম, গার্মেন্টস শ্রমিকদের আইন সহায়তার ক্ষেত্রে পারস্পারিক সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধির মাধ্যমে প্রতিবন্ধকতা দূরীকরণে একসাথে কাজ করতে অভিজ্ঞতা ও মতামত বিনিময় করা হয়।

Comments

comments