বাসায় নানাবিধ মানসিক যন্ত্রনা, পৈতৃক সম্পদ থেকে ত্যাজ্য করতে আপন চাচার ষড়যন্ত্রের শিকার থেকে দিনের পর দিন ক্ষোভ জমতে থাকে ঘাতক জোযায়ের হাসানের। আর সেই ক্ষোভেরই বলি হয়েছেন কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র আবিদ হাসান রাহাত (২২)। এরই মধ্যে ঘাতকের এক খুদেবার্তায় বিষয়টি সামনে এসেছে। এদিকে, হত্যাকারীকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।
গত বুধবার (২১ সেপ্টেম্বর) সাড়ে ৬টার দিকে জেলা শহরের উকিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবিদ হাসান রাহাত (২২) ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি এলাকার দক্ষিণ খয়রাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হকের ছেলে।
অন্যদিকে এ ঘটনায় অভিযুক্ত ঘাতক চাচাতো ভাইয়ের নাম মো. জোবায়ের হাসান (২৬)। সে একই গ্রামের শহীদুল হক খন্দকারের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, উকিলপাড়া এলাকার বহুতল ভবনটির তৃতীয় তলায় সম্প্রতি ভাড়াটিয়া হয়ে ওঠেন জুবায়ের হাসানের বোন আরিফা সুলতানা। ওই বাসায় আরিফা সুলতানার দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুপুত্র মোহতাসিন ফুয়াদকে নিয়মিত পড়াতে যেতো আবিদ হাসান রাহাত। প্রতিদিনের মতো বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে আবিদ হাসান রাহাত পড়াতে গেলে বোন আরিফা সুলতানাকে তার কক্ষে তালাবদ্ধ করে রাহাতকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। একপর্যায়ে চাচাত ভাইকে গলা কেটে হত্যার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান ঘাতক জুবায়ের।
নির্ভরযোগ্য একটি সূত্র কলম২৪.কম কে জানায়, চাচাতো ভাইকে গলা কেটে হত্যার পর জোবায়ের তার পরিচিত বিভিন্ন মানুষের কাছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খুদেবার্তা পাঠাতে শুরু করে। এরই মধ্যে সেই খুদেবার্তা সামাজিক তোলপাড় সৃষ্টি হয়।
ঘাতক খুদেবার্তায় লিখেন, আনোয়ারের কারণে আব্বা আমাকে দু-চোখে দেখতে পারতেন না। এনিয়ে প্রতিদিন বাসায় ঝগড়া হতো। আব্বার সমস্ত সম্পদ থেকে আনোয়ার (চাচা) আমাকে তেজ্য করতে চাইছিল। আব্বার শহরের জায়গা বিক্রি করার জন্য কাস্টমার খুঁজে চাচা। আনোয়ার আমার আব্বাকে বাসা করার জন্য দিল না। সারাজীবন কষ্ট করছে আমার আব্বা, শেষ বয়সে সুখ করার জন্য। আব্বাকে বলছিলাম, বাসা করে আব্বা কে প্রাইভেটকার কিনে দিব, বাড়িতে যাওয়া-আসা করার জন্য তা আনোয়ার হতে দিল না। ২০১৯ সাল থেকে আনোয়ার আব্বাকে মানসিক টর্চার করত। আনোয়ার মাস্টার আমাকে ত্যাজ্য করে রাস্তায় নামাতে চাইছিল, ‘খুদেবার্তায় এমন ক্ষোভের কথায় লিখছিলেন জোবায়ের হাসান।’
এদিকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আল-আমিন বলেন, জোবায়েরকে আটক করতে অভিযান অব্যাহত আছে। নিহত রাহাতের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
Comments
comments