রাজধানীর বাজারে আরও এক দফা বেড়েছে চালের দাম। শীতের প্রচুর সবজি আসলেও কিছু সবজির দাম এখনও বেশি। বিক্রেতারা বলছেন, সরবরাহ বাড়লে আরো বাড়লে কমবে দাম। এদিকে, মাছ মাংসসহ বেশ কিছু পণ্যের দাম অপরিবর্তিত আছে।
প্রায় তিন মাস ধরেই চড়া রাজধানীর চালের বাজার। দাম স্থিতিশীল রাখতে গত সেপ্টেম্বর মাসে মিল গেটে চালের দাম নির্ধারণ করে দেয় সরকার। কিন্তু উল্টো বাড়ছে দাম।
গত এক সপ্তাহে কেজিতে ২ থেকে ৪ টাকা বেড়েছে চালের দাম। কেজিতে ২ টাকা বেড়ে মিনিকেট চাল ৬০ টাকা, আর বিআর আটাশ চাল বিক্রি হচ্ছে ৫২ টাকায়। আর কেজিতে ৫ টাকা বেড়ে ৬৫ টাকা কেজি বিক্রি হচ্ছে নাজিরশাইল চাল।
এদিকে, রাজধানীর বাজারে প্রচুর সবজি এসেছে। দামও কমছে। তবে নতুন আলু, টমেটোর সরবরাহ বাড়লে দাম আরো কমবে বলে জানান বিক্রেতারা।
মধ্যসত্ত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে তদারকি বাড়ানোর আহ্বান জানান ক্রেতারা। অপরিবর্তীত আছে মাছ, মাংসসহ বেশ কিছু নিত্যপণ্যের দাম। কিছুটা কমেছে ডিমের দাম।
Comments
comments