কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ লাখ ডোজ করোনাভাইরাস প্রতিরোধী ফাইজারের টিকা বাংলাদেশে আসছে রাতে।…
শুক্রবার (১৪ জানুয়ারি) রাত ৯টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছাবে এ টিকার চালান।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভ্যাকসিন ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব শামসুল হক।
তিনি বলেন, ‘ফাইজারের আরও ২৩ লাখ টিকা আজ রাত সাড়ে ৯টায় একটি বিশেষ বিমানে ঢাকা আসছে…। বিমানবন্দরে টিকার চালান গ্রহণ করতে যাবেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। শিক্ষার্থীদের এই টিকা দেওয়া হবে।’
Comments
comments