ঢাকাশুক্রবার , ১ এপ্রিল ২০২২
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

আড়াই মাস পর নরসুন্দা নদী থেকে মুরাদুলের গলিত লাশ উদ্ধার

প্রতিবেদক
Kolom 24
এপ্রিল ১, ২০২২ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

আড়াই মাস যাবত নিখোঁজ মুরাদুল হক (২৫) নামে এক যুবক। পেশায় ব্যাটারি চালিত ইজিবাইক চালক। পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে করেছিলেন সাধারণ ডায়েরি। অবশেষে তাকে পাওয়া গেল, তবে মৃত। কিশোরগঞ্জ পুলিশ শুক্রবার (১ এপ্রিল) বেলা ১১টার দিকে সদর উপজেলার প্যাড়াভাঙ্গা গ্রাম সংলগ্ন নরসুন্দা নদী থেকে তার গলিত লাশ উদ্ধার করেছে। নিহত মুরাদুল একই গ্রামের মফিজুল হকের পুত্র।

সূত্র জানায়,  শুক্রবার সকালে প্যাড়াভাঙ্গা গ্রাম সংলগ্ন নরসুন্দা নদীতে মাছ ধরার সময় কচুরিপানার নিচে মরদেহ ভাসতে দেখেন স্থানীয় এক মাছ শিকারি। পরে বিষয়টি তিনি স্থানীয়দের মাধ্যমে থানায় জানান। পুলিশ এসে যুবকের মরদেহ উদ্ধার করে। পরে খবর পেয়ে লাশটি মুরাদুলের বলে শনাক্ত করেন পরিবারের লোকজন।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Comments

comments