ঢাকাশনিবার , ১৬ আগস্ট ২০২৫
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ইটনায় ড্রেনের পানিতে পড়ে তিন বছর বয়সী শিশুর মৃত্যু

প্রতিবেদক
Kolom 24
আগস্ট ১৬, ২০২৫ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের ইটনায় বাড়ির সামনে খেলতে গিয়ে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বেলা পৌনে ২ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিমগ্রাম আলিয়া মাদ্রাসাহাটিতে এ ঘটনা ঘটে।

মৃত তিন বছর বয়সী হাবিবা আক্তার পশ্চিমগ্রাম আলিয়া মাদ্রাসাহাটির মালয়েশিয়া প্রবাসী জুয়েল মিয়ার একমাত্র মেয়ে।

স্বজনরা জানান, দুপুরে বাড়ির সামনেই খেলা করছিল হাবিবা। খেলার এক পর্যায়ে বাড়িরপাশে ড্রেনের পানিতে পড়ে যায় সে। কিছুক্ষণ পরে উঠানে ও বাড়িরপাশে হাবিবাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন তার পরিবারের সদস্যরা। খুঁজতে গিয়ে বাড়ির একজন দেখেন ড্রেনের পানিতে পরে আছে হাবিবার নিথরদেহ। পরে সেখান থেকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল ও হাবিবা আক্তারের চাচাতো ভাই হাফেজ নাঈম আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

Comments

comments