মাসব্যাপী বৃক্ষ রোপণ কার্যক্রমের প্রকল্প হাতে নিয়েছে ঊষার আলো ফাউন্ডেশন। বৃহস্পতিবার (২২ জুন) কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে বৃক্ষ রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক জুটন।
এর আগে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক জুটন। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা সাংস্কৃতিক বিভাগের সহপরিচালক আজিজুল হক সুমন, পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের সচিব সালাউদ্দিন, ব্যবসায়ী মোহাম্মদ জিয়া মুন্সি, ইউনাইটেড ব্লাড ডোনার ক্লাবের সভাপতি জহির রায়হান প্রমুখ। এতে সভাপতিত্ব করেন ঊষার আলো ফাউন্ডেশনের পরিচালক এইচ এম ফরহাদ ভূঁইয়া। সভা সঞ্চালনা করেন ঊষার আলো ফাউন্ডেশনের সেক্রেটার আব্দুল্লাহ আল মামুন।
ঊষার আলো ফাউন্ডেশনের পরিচালক এইচ এম ফরহাদ ভূঁইয়া জানান, ঊষার আলো ফাউন্ডেশনের উদ্যোগে এ বছর ইউনিয়ন জুড়ে ১ হাজার বৃক্ষ রোপণের কর্মসূচি হাতে নেয়া হয়েছে। বৃহস্পতিবার পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে বৃক্ষ রোপণের মধ্যে এর উদ্বোধন করা হয়। মাসব্যাপী এ বৃক্ষ রোপণ কার্যক্রম চলবে।
Comments
comments