গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এসিপি) সমাবেশের ওপর হামলার প্রতিবাদে ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে ১ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জের নেতাকর্মীরা। বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বড়পুল এলাকায় তাঁরা এ অবরোধ কর্মসূচি পালন করে। এতে ওই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং দুর্ভোগে পড়েন ঢাকা, ভৈরব ও ময়মনসিংহগামী যাত্রীরা।
এর আগে শহরের আখড়া বাজার শহীদ আব্দুল্লাহ রুবেল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জের নেতাকর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড়পুল গিয়ে শেষ হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জের আহবায়ক ইকরাম হোসেনের নেতৃত্বে এতে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জের সদস্য সচিব ফয়সাল প্রিন্স, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইয়াজ ইবনে জসিম, যুগ্ম সদস্য সচিব রুবাবা, সামসুর রহমান, যুগ্ম আহবায়ক উৎস, সদস্য প্রিয়ন্ত, অপি, রাফি, টুটুল, মাইশা, রৌজা প্রমুখ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জের আহবায়ক ইকরাম হোসেন ও সদস্য সচিব ফয়সাল প্রিন্স বলেন, এনসিপির কেন্দ্রীয় নেতারা গণপদযাত্রার অংশ হিসেবে গোপালগঞ্জে গিয়েছিলেন সমাবেশ করার জন্য, পদযাত্রা করার জন্য। ছাত্রলীগ যুবলীগের গুন্ডারা সশস্ত্র ক্যাডারেরা আমার ভাইদের ওপর অর্তকিত হামলা করেছে। কিন্তু তথাকথিত আওয়ামী প্রশাসন নিরব নিশ্চুপ থেকেছে। তাৎক্ষণিক প্রতিবাদে আমরা কিশোরগঞ্জে পাওয়ারফুল ব্লকেড করেছে। আমরা ছাত্র জনতা জানিয়ে দিতে চাই আগামী দিনে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দের ওপর যদি কোনো প্রকার আক্রমণ, হামলা করা হয় তবে আবারও এ দেশের ছাত্র সমাজ ফুঁসে উঠবে।
Comments
comments