বিজয় বার্তা সবসময় আনন্দের হয়, কাজিপুরবাসী এবং সিরাজগঞ্জ সদরের পাঁচ ইউনিয়নের ভোটাররা উপনির্বাচনে ভোটদিয়ে আমাকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় বিজয়ী করে মনসুর আলীর পরিবারের প্রতি আস্থা রেখেছে, এজন্য এবিজয় আনন্দের, সকল জনসাধারণ কে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে তিনি বলেন, আমার পিতা, কাজিপুরের অভিভাবক মোহাম্মাদ নাসিমের মৃত্যুতে এই উপ-নির্বাচন তাই এ বিজয়ে বেদনাও আছে।
বলেছেন, একাদশ জাতীয় সংসদের সিরাজগঞ্জ-১ আসনে নব নির্বাচিত সদস্য স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি প্রকৌশলী তানভীর শাকিল জয়।
শুক্রবার ১৩ নভেম্বর সকালে কাজিপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, জলাবদ্ধতা দূরকরে কৃষকের জমি আবাদের আওতায় আনা হবে আমার প্রথম কাজ।
গত ১৩ জুন আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য ও চৌদ্দ দলের সমন্বয়ক মোহাম্মাদ নাসিম এমপি’র মৃত্যুতে একাদশ সংসদের সিরাজগঞ্জ-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে তিনি ১২ নভেম্বর উপনির্বাচনে ১৭১ টি কেন্দ্রে মোট ১লাখ ৮৮ হাজার ৭ শত ৯৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করে, এরমধ্যে নৌকা প্রতীকের প্রার্থী প্রকৌশলী তানভীর শাকিল জয় ১লাখ ৮৮ হাজার ৩ শত ২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী সেলিম রেজা পেয়েছেন ৪৬৮ ভোট।
বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হওয়ায় কাজিপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, সামাজিক সংগঠন ও জনসাধারণ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর দুপুরে তিনি কাজিপুরস্থ স্বাধীনতা স্কয়ারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন, কাজিপুর আওয়ামীলীগ সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
Comments
comments