ঢাকাবৃহস্পতিবার , ২১ জুলাই ২০২২
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদীতে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ৬০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
Kolom 24
জুলাই ২১, ২০২২ ২:২৮ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের কটিয়াদীতে অব্যবস্থাপনার দায়ে ২ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে কিশোরগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালিত অভিযানে রেঁনেসা ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালকে ৩০ হাজার টাকা ও মডেল হেলথ সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালিত অভিযানে রেঁনেসা ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল কে নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত মূল্যে পরীক্ষা নীরিক্ষা করার কারণে এবং হাসপাতালের অব্যবস্থাপনার দায়ে ও ফায়ার সার্ভিসের লাইসেন্স না থাকায় যে কোনো দূর্ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া সম্ভব না এমন অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। হাসপাতাল রোডে অবস্থিত মডেল হেলথ সেন্টারে সিরাম বিলুরুবিন মূল্য তালিকায় ২৫০ টাকা। কিন্তুু রোগীর কাছ থেকে তা ৩০০ টাকা রাখেন। অতিরিক্ত মূল্যে পরীক্ষা করার কারণে মডেল ডায়াগনস্টিক সেন্টার কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় রোগীকে তিনশত টাকা ফেরৎ দিতে বলেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক এবং তাৎক্ষণিক রোগীকে তা ফেরৎ দেয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন কিশোরগঞ্জ জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক। এছাড়াও উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ দিদারুল আলম রাসেল।

Comments

comments