ঢাকামঙ্গলবার , ৭ ফেব্রুয়ারি ২০২৩
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদীতে মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি, প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদক
Kolom 24
ফেব্রুয়ারি ৭, ২০২৩ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মামলা তুলে নিতে প্রাণ নাশের হুমকি ও মিথ্যা অভিযোগে বিভিন্ন ভাবে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী পরিবার ও হাজার হাজার এলাকাবাসী। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বনগ্রাম নদনা বাজারে ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

জানা গেছে, কটিয়াদীর উপজেলার নদনা গ্রামের ব্যাংকার আজিজুল হক ও তার আত্মীয় স্বজন তারই চাচাতো ভাই আবুল কালাম আজাদের সাথে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রবিবার (০৮ জানুয়ারি) বিভিন্ন সময় দেশীয় অস্ত্র নিয়ে বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও কুপিয়ে আহত করে। এসব ঘটনায় বিচার চেয়ে আবুল কালাম আজাদ বুধবার (২৫ জানুয়ারি) কটিয়াদী মডেল থানায় মামলা দায়ের করলে মামলা তুলে নেয়ার জন্য প্রাণনাশের হুমকি ও মিথ্যা অভিযোগে হয়রানি করে আসছিল ব্যাংকার আজিজুল হক ও তার আত্মীয় স্বজন। শুধু তাই নয় এলাকার বিভিন্ন মানুষ আজিজুল হকের রোষানালে পরে নিঃশ্ব হয়েছেন বলেও জানা গেছে।

মানববন্ধনে ভুক্তভোগী গোলাপ মিয়া, খোকন মিয়া, খাদিজা আক্তার, পারভীন আক্তারসহ অনেকেই বক্তব্য রাখেন। তারা তাদের বক্তব্যে বলেন, ব্যাংকার আজিজুল হক ও তার আত্মীয় স্বজনদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, এলাকায় প্রভাবশালী হওয়ায় ব্যাংকার আজিজুল হক ও তার আত্মীয় স্বজনেরা তাদের বাড়িঘরে হামলা করে ও তাদেরকে কুপিয়ে আহত করে। তাদের বিরুদ্ধে মামলা করলে ক্ষিপ্ত হয়ে মামলা তুলে নিতে প্রাণ নাশের হুমকি দেয়। তা থেকে পরিত্রান ও জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন ভুক্তভোগী পরিবারের লোকজন। পরে বিক্ষোভ মিছিল করে স্থানীয়রা। এ সময় কিশোরগঞ্জ-নিকলী সড়ক আধাঘন্টার মতো অবরুদ্ধ থাকে।

অভিযুক্ত ব্যাংকার আজিজুল হক গাজীপুরে একটি ব্যাংকে কর্মরত রয়েছেন। এ ব্যাপারে তার সাথে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করেন।

Comments

comments