কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিনের পরিবারে পক্ষ থেকে অসহায় নিম্ন আয়ের মানুষের মাঝে যাকাতের নগদ টাকা বিতরণ করেছেন। বুধবার (১৯ এপ্রিল) সকালে তাদের নিজ বাড়িতে হাজার হাজার মানুষকে যাকাতের নগদ টাকা দেন। এ সময় চেয়ারম্যান বাড়িতে সকাল থেকে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে দীর্ঘ লাইনে দাড়িয়ে হাজার হাজার মানুষ যাকাতে নগত টাকা গ্রহন করে। এ সময় যাকাত গ্রহিতারা বলেন, চেয়ারম্যান পরিবারে পক্ষ থেকে চেয়ারম্যান নির্বাচিত হওয়া আগে থেকে চেয়ারম্যান পরিবারে পক্ষ আমাদের হাজার হাজার মানুষের যাকাতে টাকা প্রদান করে আসছেন।
এ সয়ম বনগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিনের বাবা হাজী মোঃ ছন্দু মিয়া বলেন, আমার পরিবারে পক্ষ থেকে ব্যবসার ও সম্পতির যাকাত প্রতি বছর দিয়ে আসছি এখন এটা আমার ছেলেরা এখন এটা চলমান রেখেছে।ভবিষ্যৎতে আল্লাহ তায়ালা রহমতে এই যাকাত বিদ্দমান রাখবে।
এ সময় একজন যাকাত গ্রহিতা বলেন, বনগ্রাম ইউনিয়ন পরিষদ সাবেক মেম্বার চন্দু মেম্বারের বাড়ি থেকে আমরা যাকাত গ্রহন করছি। গত বছর আমরা ইউনিয়নে ওনার ছেলেকে বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান করছে। দোয়া করি আল্লাহ যেন চেয়ারম্যান পরিবারে পক্ষ এই যাকাত প্রদান বিদ্দমান থাকে যেন।
এ সময় বনগ্রাম ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান বলেন, আমাদের পারিবারিক ব্যবসার ও সম্পতির এই নগত যাকাত দিয়ে আসছি। প্রতি বছর ২৭ রোজায় আমার পরিবারে পক্ষ থেকে আমাদের সকল ভাইরেরা ও সকল শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত হয়ে এই যাকাত কার্যক্রম দিয়ে থাকি। হাজার হাজার মানুষ উপস্থিত হয়ছেন সকলকে সমহারে যাকাত দিয়ে থাকি।
Comments
comments