ঢাকাবুধবার , ১৯ জুলাই ২০২৩
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদীতে নকল মোড়ক ব্যবহার করে চাল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

প্রতিবেদক
Kolom 24
জুলাই ১৯, ২০২৩ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের কটিয়াদীতে ইলহাম অটো রাইস মিল লিমিটেডের নকল মোড়ক ব্যবহার করে চাল বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় নকল মোড়ক নষ্ট ও নকল মোড়কের চাল খোলা বাজারে বিক্রির নির্দেশ দেওয়া হয়।

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে কটিয়াদীর মানিকখালি রোডে নয়ন ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানকে এসব জরিমানা করে কটিয়াদীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খানজাদা শাহরিয়ার বিন মান্নান ।

ভ্রাম্যমাণ আদালত সূত্র, কটিয়াদী মানিকখালি রোডে নয়ন ট্রেডার্স ইলহাম অটো রাইস মিল লিমিটেড নামে একটি ব্র্যান্ডের চালের মোড়ক ব্যবহার করে অন্য চাল বিক্রি করে। এজন্য ভোক্তারা প্রতারিত হচ্ছে এবং ভোক্তাদের কাছ থেকে এমন অভিযোগ পেয়ে আমরা ওই দোকানে অভিযান চালিয়ে ওই ব্রান্ডের কিছু নকল বস্তা চাল পাওয়া যায়। পরে ওই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা ও নকল মোড়ক নষ্ট করার নির্দেশ দেয়া হয়েছে।

কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খানজাদা শাহরিয়ার বিন মান্নান এসব তথ্য নিশ্চিত করেছেন।

Comments

comments