ঢাকাশুক্রবার , ৪ ডিসেম্বর ২০২০
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদীতে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Kolom 24
ডিসেম্বর ৪, ২০২০ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের কটিয়াদীতে মাহতাব উদ্দিন ওরফে মাতু মিয়া (৬০) নামে এক মৎস্য খামারের নৈশপ্রহরীর মরদেহ উদ্বার করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার চাঁন্দপুর ইউনিয়নের দূর্গাপুর এলাকায় রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মাহতাব উদ্দিন উপজেলার চাঁন্দপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত আবদুর রহিমের পুত্র।

পুলিশ ও স্থানীয়রা জানান,  নিহত মাতু দ চাঁন্দপুর ইউনিয়নের নিমুকপুড়ুরা গ্রামের সেলিম, আবদুর রহমান, মজিবুর ও জসিমের যৌথ মৎস্য খামারে নৈশপ্রহরির কাজ করতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় খামারে পাহারা দিতে আসার পর তিনি নিখোঁজ হন বলে তার পরিবারের লোকজন জানায়। আজ শুক্রবার ভোরে মৎস্য খামারের কাছে রেললাইনের পাশে তার লাশ পরে থাকতে দেখে পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্বার করে কটিয়াদী মডেল থানায় নিয়ে আসে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত হয়েছে। ধারণা করা হচ্ছে অজ্ঞাত দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএ জলিল জানান, অজ্ঞাত দুর্বৃত্তরা মৎস্য খামারের নৈশপ্রহরি মাতুকে হত্যা করে রেললাইনের পাশে লাশ ফেলে রেখে যায়। সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

Comments

comments