কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় পোশাকে বাড়তি মূল্যের ট্যাগ লাগিয়ে ১৩০০ টাকার পণ্য ২২৫০ টাকায় বিক্রির অপরাধে এক্সপোর্ট গ্যালারিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রির দায়ে মদিনা খেজুর ঘরকে ২০ হাজার টাকা ও মেসার্স পারভেজ বিজনেসকে ৩ হাজার টাকা এবং জাকির ফল দোকানিকে ১ হাজার টাকা করা হয়।
সোমবার (৩ এপ্রিল) দুপুরে কটিয়াদী পৌর বাজারে এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক এ অর্থদণ্ড করে তা আদায় করেন।
জাতীয় ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক জানান, আসন্ন পবিত্র ঈদ উৎসব উপলক্ষে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান পরিচালনা কালে উপজেলার কটিয়াদী বাজার এলাকায় মদিনা খেজুর ঘরে মেয়াদোত্তীর্ণ খেজুর, জুস, কোমল পানীয়, নুডলসসহ বিভিন্ন খাদ্য দ্রব্য পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা অর্থদন্ড করে তা আদায় করা হয়। পরে একই এলাকার এক্সপোর্ট গ্যালারিতে অভিযান পরিচালনার সময় দেখা যায় পোশাকে বাড়তি মূল্যের ট্যাগ লাগিয়ে ১৩০০ টাকার পণ্য ২২৫০ টাকা মূল্য রাখা হচ্ছে। প্রতিষ্ঠানটিকে প্রতারনামূলক কাজের জন্য ২০ হাজার টাকা অর্থদন্ড করে তা আদায় করা হয়। পরে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকার মেসার্স পারভেজ বিজনেসকে (ফল ভান্ডার) ৩ হাজার টাকা এবং জাকির ফল দোকানকে ১ হাজার টাকা অর্থদন্ড করে তা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিকের নেতৃত্বে এ অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল, দিদারুল রাসেল এবং জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।
Comments
comments