কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রতিপক্ষের হামলায় আলাল উদ্দিন (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় উত্তর পাইকশা গ্রামে।
নিহত আলাল উদ্দিন উপজেলার আচমিতা ইউনিয়নের উত্তর পাইকশা গ্রামের মৃত আব্দুস ছমেদের পুত্র।
এদিকে আলাল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জজ মিয়া (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত জজ মিয়া উত্তর পাইকশা গ্রামের মৃত মুহির উদ্দিনের পুত্র বলে জানা গেছে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় আলাল উদ্দিনের নাতনি কান্না করছিলেন। নাতনির কান্না থামানোর জন্য চান মিয়া নামের এক মুদি দোকানী থেকে কেক কেনে বাড়ির দিকে রওনা হন। এসময় জজ মিয়ার বাড়ির সামনে আসা মাত্রই জজ মিয়া বাঁশ দিয়ে আলাল উদ্দিনেন মাথায় আঘাত করে। তাৎক্ষণিক তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সংবাদ পেয়ে পরিবারের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার।
পরে প্রাথমিক চিকিৎসার জন্য কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পর জজ মিয়া নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
কটিয়াদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম জানান, ‘নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য শনিবার সকালে কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। এ বিষয়ে এখনো মামলা দায়ের করা হয়নি।’
Comments
comments