কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের আনন্দ কিশোর স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী মোছা. শান্তা আক্তার ইভটিজিং এর শিকার হয়ে সামাজিক ভাবে বিচার পেয়ে আত্নহত্যা করায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এতে অংশ নিয়েছে বনগ্রাম আনন্দ কিশোর স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। শিক্ষার্থী শান্তা আক্তারকে অত্যাচার করা দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি উঠেছে মানববন্ধনে। এসময় আন্দোলনকারীরা অতিবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানায়।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার বনগ্রাম ইউনিয়নে এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আনন্দ কিশোর স্কুল এন্ড কলেজের সকল শিক্ষার্থী, কর্তৃপক্ষ ও এলাকাবাসী প্রতিবাদে জোরালো বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তৃতা দেন রাখেন, বনগ্রাম আনন্দ কিশোর স্কুল অ্যান্ড কলেজের গভর্নিংবডির সভাপতি মো: রাইসুল আলম তানিম, অধ্যক্ষ এবিএম নুরুল ইসলাম, অভিভাবক সদস্য আব্দুল আওয়াল, শান্তা আক্তারের মা সাহেনা আক্তার, আপন খালা রুনা আক্তারসহ অন্যান্যরা।
মানববন্ধনে বক্তরা বলেন, আরমান, ইমন ও আকাশ এই তিন বখাটেকে আগামী ৭ দিনের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। এ ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দার পাশাপাশি প্রতিবাদ জানান বক্তারা।
Comments
comments