চতুর্থ ধাপে অনুষ্ঠিত কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীরা আ. লীগের বিদ্রোহীদের চাপে কোণঠাসা হয়ে পড়েছেন। ভোটের মাঠে আ. লীগ তুঙ্গে থাকার কথা থাকলেও, নির্বাচনী প্রচার-প্রচারণায় ততটা সাড়া পড়েনি। আর বিদ্রোহী প্রার্থীরা দাপটের সাথে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে শেষ মুহূর্তের প্রচার প্রচারণা চালাচ্ছেন।
নির্বাচন অফিস সূত্র জানায়, এ উপজেলায় ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৩ জন। এদের মধ্যে তিন ভাগের এক ভাগই হচ্ছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। এছাড়াও বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশ এর নেতাকর্মী রয়েছেন। তফসিল অনুযায়ী আগামী ২৬ ডিসেম্বর এসব ইউনিয়নে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
আ. লীগের শীর্ষ নেতারা বলছে, নির্বাচনী ভোটযুদ্ধে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর চেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে বিদ্রোহী প্রার্থীরা। নয়টি ইউপিতেই আ. লীগ মনোনীত নৌকার প্রার্থী চেয়ে বেশি হেভিওয়েট বিদ্রোহী প্রার্থী। কোন কোন ইউনিয়নে নৌকার প্রার্থী বিজয়ী হয়ে আসতে পারলেও একাধিক প্রার্থীর বিজয় নিয়ে শঙ্কা প্রকাশ করছে আ. লীগের একটি অংশ। এদিকে, স্থানীয় আ. লীগ নৌকার প্রার্থীর পাশে না থাকায় কোণঠাসা হয়ে পড়েছে প্রার্থীরা।
স্থানীয়রা জানায়, নৌকার প্রার্থীর পাশাপাশি বিদ্রোহী প্রার্থীরা আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন। তারা মনে করেন, এবারের ইউপি নির্বাচনে আ.লীগের যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়নি। ফলে নৌকা ক্ষমতাসীন দলের হলেও যোগ্য প্রার্থী না থাকায় বিদ্রোহীরা নির্বাচনী ভোটে এগিয়ে রয়েছেন।
ভোটারদের দাবি, এবার অযোগ্য প্রার্থীকে ভোট দেবেন না তারা। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে
যোগ্য প্রার্থীকে যাছাই-বাছাই করে ভোটের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত করবে ভোটাররা।
সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নে আ.লীগ মনোনীত নৌকার প্রার্থী আবুল কাশেম আকন্দ জানান, ‘এই ইউনিয়নের মানুষ নৌকার প্রতীক গ্রহণ করেছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার নৌকাকে জনগণ বিপুল ভোটে নির্বাচিত করবে।’
বনগ্রাম ইউনিয়নে চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাইফুজ্জামান সরকার বলেন, ‘জনগণের অংশগ্রহণে আমি মুগ্ধ। আমি বিশ্বাস করি জনগণ আমাকে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত করবে।’
উপজেলা নির্বাচন অফিসার মো. রফিকুল ইসলাম জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ ও প্রস্তুতি নেয়া হচ্ছে।
Comments
comments