ঢাকাশুক্রবার , ১১ নভেম্বর ২০২২
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদীতে ৪ কেজি গাঁজাসহ পুলিশের হাতে আটক দুই

প্রতিবেদক
Kolom 24
নভেম্বর ১১, ২০২২ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

কটিয়াদীতে চার কেজি গাঁজাসহ পুলিশের হাতে দুইজন আটক হয়েছেন। শুক্রবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলার কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল- ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার হিরাতলা এলাকার মোঃ ফারুক মিয়ার ছেলে মোঃ জুনাইদ (২০) ও একই উপজেলার কাশিনগর এলাকার মৃত সায়েদ খা এর ছেলে মোঃ দেলোয়ার হোসেল দিলু (১৯)।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজা জব্দ করে তাদের আটক করা হয়।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক কারবারের সাথে জড়িত বলে স্বীকার করে। তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Comments

comments